Header Ads Widget

Responsive Advertisement

হয়ে যান গ্রাফিক্স ডিজাইনার

একটি পোস্ট পড়ে হয়ে যান গ্রাফিক্স ডিজাইনার!
itfiroz

অবাক হবেন না। বিস্তারিত পোস্ট পড়ার দাওয়াত রইলো, কারণ এই পোস্ট আপনি সফল ভাবে পড়তে পারলে আপনাকে আর গ্রাফিক্স ডিজাইনিং শিখতে কোন কোর্স করা লাগবে না।
গত দুই পর্বে আমি ডিজিটাল মার্কেটিং এবং কনটেন্ট রাইটিং নিয়ে গাইডলাইন লিখেছিলাম। যার ফলে অনেকে রিকুয়েস্ট করেছিলেন গ্রাফিক্স নিয়ে লিখতে। তাই আজকে গ্রাফিক্স নিয়ে লিখা শুরু করলাম।

আচ্ছা চলেন শুরু করি!  শুরুতেই জানি গ্রাফিক্স ডিজাইন কী?

গ্রাফিক শব্দটির অর্থ ড্রইং বা রেখা। গ্রাফিক শব্দটি সেই সব চিত্রগুলোকে বুঝায় যে চিত্রগুলোর সফল পরিসমাপ্তি ড্রইং এর উপর নির্ভরশীল। গ্রাফিক শব্দটি আলাদা ভাবে বোঝার পর বুঝতে হবে ডিজাইন শব্দটির অর্থ। ডিজাইন শব্দটির অর্থ পরিকল্পনা বা নকশা।
এখন আপনি কেনো গ্রাফিক্স ডিজাইনার হবেন?
বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা প্রচুর। কারণ মনে করুন আমি একটি এপস বানালাম, আমাকে কিন্তু গ্রাফিক্স ডিজাইনারের কাছ থেকে লগো বানাতে হবে।
আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে যান তাহলে আপনি অনলাইন বা অফলাইন দুই যায়গায় কাজ করতে পারবেন।

এইবার আসি কীভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন?
গ্রাফিক্স ডিজাইনের অনেক সেক্টর আছে। আপনি গ্রাফিক্স ডিজাইনার হবার আগে ঠিক করে নিবেন আপনি কী নিয়ে কাজ করবেন।
হতে পারে আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন, না হয় লগো ব্যানার পোস্টার ইত্যাদি অথবা অডিও এডিটিং করলেন।

এখন চলুন যেনে নেই গ্রাফিক্স ডিজাইনাররা কী কী কাজ করে?
লগো ডিজাইন
ব্যানার ডিজাইন
পোস্টার ডিজাইন
কাভার ডিজাইন
ফটো এডিটিং
ভিডিও এডিটিং
অডিও এডিটিং ইত্যাদি।
সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো না, তবে আজকে কমন কিছু জিনিষ নিয়ে আলোচনা করবো।
উপরে যে জিনিষ গুলোর নাম বললাম ধরে নিলাম আপনি এই গুলো শিখতে চান বা ডিজাইন করতে চান। তাহলে সবার আগে কী করতে হবে?
সবার আগে আপনাকে জানতে এই জিনিষ গুলো কী দিয়ে বানায় বা ডিজাইন করে।
আমরা সবাই জানি গ্রাফিক্সের জন্য দুনিয়ার সেরা কোম্পানি এডোবি। তাদের সব কিছুর সফটওয়ার আছে।
যেমন লগো/ব্যানার/ ইত্যাদির জন্য ইলাস্টেটর , ফটো এডটিং এর জন্য ফটোশপ আর ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়াম প্রো আফটার ইফেক্ট।

এখন তাহলে আপনাকে কী করতে হবে?
সহজ কথা, আপনাকে এডোবির সফটওয়ার গুলোর কাজ জানতে হবে। অর্থাৎ যে জিনিষ নিয়ে কাজ করতে চান সেই সফটওয়ারের কাজ জানতে হবে।
এখন আমি আপনাকে এডোবির সফটওয়ার গুলোর ডাউনলোড লিংক দিবো সেই সাথে কোথা থেকে শিখবেন সেটা ও বলে দিবো।

আপনি যদি একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে সবার আগে ফটোশপ শিখুন।
ফটোশপ শিখতে বাংলাতে এই প্লেলিস্টের https://bit.ly/3iRL4ll সকল ভিডিও গুলো দেখতে পারেন। আর যদি মনে করেন নাহ আমি অনলাইনে আপডেট কিছু দেখে শিখবো তাহলে এই কোর্সটি দেখতে পারেনঃ https://edu.gcfglobal.org/en/photoshopbasics/
সেই সাথে এডোবির অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেনঃ https://helpx.adobe.com/photoshop/tutorials.html
ভিডিও তো দেখা হইলো এখন ডাউনলোড করবেন কোথা থেকে? এখান থেকে ডাউনলোড করে ফেলুনঃ https://drive.google.com/uc?id=1rfTEWBGG5NpwWqVjwQMQFY3lRKA3QhUH&export=download&fbclid=IwAR1LnrPKTXVmHAdO75525EcDblFrJq3h3cldHgyTkxQvUkYctNb9ukAeYhg
তারপর শিখুন ইলাস্টেটর। এডোবি ইলাস্টেটর শিখতে আবারো এই প্লেলিস্টটি দেখা শুরু করে দিন। https://www.youtube.com/watch?v=IJoCTVLAv38&list=PLfTy62yEipgiPeGWl08iiGdIJMGE0n4uH
তারপর এডভান্স শিখতে https://www.udemy.com/topic/adobe-illustrator/free/ এখান থেকে যে কোন কোর্স দেখতে পারেন।
তারপর ডাউনলোড করতে পারেনঃ https://drive.google.com/uc?id=1Z_rtr6DFTmFhPNE5R1YFQHJymJBVXCtJ&export=download&fbclid=IwAR0NT9Hzilp03ZCF064gbfCIdP7vF6oE9SicMpG4jAhe9QSJy8IBN4kWWnk এই লিংক হতে।

এরপর যদি মনে করেন ভিডিও এডিটিং শিখতে তাহলে শিখা শুরু করতে পারেন প্রিমিয়ার প্রো। এই লিংক https://www.udemy.com/course/premiere-pro-101/ হতে ফ্রি কোর্সটি করতে পারেন। আর ডাউনলোড করতে পারেন https://drive.google.com/uc?id=1y9ZGfHSL95WT80LHdAuVOz_u-KB_HlhI&export=download&fbclid=IwAR0OG6dONQomRcdlDzXTyxXqQ1IXzIxgGbKTp0sp01bXNF40knpsBGMBuTU এই লিংক হতে।
যদি ইফেক্ট বা মোশন নিয়ে কাজ করতে চান তাহলে আফটার ইফেক্ট শিখতে পারেন। আফটার ইফেক্ট নিয়ে এই কোর্সটি দেখতে পারেনঃ https://www.udemy.com/course/free-after-effects-beginners-course/ আর ডাউনলোড করতে পারেনঃ https://drive.google.com/uc?id=1kqhbaIaNv_aYG-s2_Wfb74Y6cui0pOB7&export=download&fbclid=IwAR1kj_8YvQkju86RWyhPOl4WvckuRxlonx_2oWIEOIuwBEu_ImC5JDgsWy4

তাছাড়া ও এডোবির আরো অনেক সফটওয়ার আছে যেগুলো ভিবিন্ন কাজে লাগে। আপনি চাইলে সে গুলো শিখতে পারেন আমি নিচে নাম দিলাম।
Photoshop
Lightroom
Lightroom Classic
Illustrator
Premiere Pro
Premiere Rush
Adobe XD
After Effects
Aero
Adobe Fresco
Photoshop Express
Dimension
Dreamweaver
Photoshop Express
তবে সব চেয়ে জনরপ্রিয় হচ্ছে ফটোশপ/ইলাস্টেটর/প্রিমিয়ার প্রো/ আফটার ইফেক্ট/ লাইট রুম। আর মোবাইলের জন্য ফটোশপ এক্সপ্রেস।  সব সফটওয়ার গুলো অনেক কাজের। যদি আপনি একটি বা দুইটি প্রোফেশনালি শিখতে পারেন তাহলে সেগুলোর উপর প্রচুর কাজ পেয়ে যাবেন।
আপনি যেই সফটওয়ারের কাজ শিখতে চান শুদু ঐ সফটওয়ারের নাম+ ফ্রি টিউটেরিয়াল লিখে গুগলে সার্চ দিবেন। তারপর সব পেয়ে যাবেন। যেমন, ADOBE XD FREE TUTORIAL আর ডাউনলোডের জন্য ADOBE INDESGIN  FREE DOWNLOAD ।
নোটঃ আমি যে সফটওয়ার গুলোর ডাউনলোড দিছি সেগুলো প্রিএক্টিভ করা আছে। নেট অফ করে ইন্সটল করলেই হবে। এবং এডোবির বেশীরভাগ সফট্ওয়্যার গুলো প্রিমিয়াম, শুরুতে ফ্রিতে ক্রা*ক করে ব্যাবহার করলে ও যখন  টাকা ইনকাম করে ফেলবেন চেষ্টা করবেন কিনে ব্যাবহার করতে।

এখন আসি কিছু কমন প্রশ্নেঃ
গ্রাফিক্স ডিজাইনার হতে হলে কেমন পিসি দরকার?
গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অব্যশই হাই কনফিগারের পিসি লাগে, তবে আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কী নিয়ে কাজ করবেন। যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে অব্যশই ভালো গ্রাফিক্স কার্ড লাগবে আর এডোবির প্রতিটি সফটওয়্যারের requirements তারা তাদের সাইটে দিয়ে রেখেছে। আপনি https://helpx.adobe.com/creative-suite/kb/cs6-system-requirements.html এই লিংক হতে দেখে ফেলুন। এবং যেই ভার্সন আপনার দরকার এবং পিসির সাথে যাবে সেটি ব্যাবহার করুন।

গ্রাফিক্স ডিজাইনার হতে কতসময় লাগবে?
এই প্রশ্নের উত্তর সম্পুর্ন ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যতদিনে শিখতে লাগাবেন ততদিন লাগবে। তবে শিখার কোন শেষ নাই।
আমার পিসি নাই আমি মোবাইল দিয়ে হতে পারবো গ্রাফিক্স ডিজাইনার?
নাহ পারবেন না, তবে টুকটাক কাজ করার জন্য মোবাইলে canva / pixlab/ photoshop এক্সপ্রেস ব্যাবহার করতে পারেন।

গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেলে কোথায় কাজ করবো?
আপনি চাইলে অফলাইনে যে কোন যায়গায় জব করতে পারবেন সেই সাথে ফাইভার। আপওয়ার্ক/ গুরু/ ৯৯ ডিজাইন সহ অনেক সাইটে কাজ করতে পারবেন। নিচে আমি কিছু সাইট দিচ্ছি যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন।
Upwork
Freelancer
Fiverr
99designs
Toptal
Guru
PeoplePerHour
Dribbble
LinkedIn ProFinder
DesignHill
স্টক ফটোর জন্যঃ
stocksnap.io
pexels.com
nappy.co
landingstock.com
ইলাস্টেশনের জন্যঃ
drawkit.io
undraw.co
lukaszadam.com
ফ্রি রিসোর্সের জন্যঃ
Freepik
Colour Lovers
Subtle Patterns
Size Marks
Webydo
guideguide
No More Banding
Make App Icon
Hexy
Perfect Effects 3
CG Textures
WhattheFont!
Fribbble
Instagram Filters
Free Lorem Ipsum Generator
Photoshop Share Plugin
Social Kit
আইকনের জন্যঃ
thenounproject.com
simpleicons.org
animaticons.co
ফন্টের জন্যঃ
fonts.google.com
fontfabric.com
usemodify.com
fontsquirrel.com
dafont.com
বাংলা ফন্টের জন্যঃ
www.lipighor.com
https://www.freebanglafont.com/
https://banglafontlibrary.com/en/fonts/

ফ্রি স্টোক ভিডিওর জন্যঃ
videezy.com
mixkit.co
coverr.co
মোকাপের জন্যঃ
shotsnapp.com
screenpeek.io
mockupsjar.com
ডিজাইন আইডিয়া নেওয়ার জন্যঃ
httpster.net
microcopyinspirations.com
behance.net
dribbble.com
inspofinds.com
নোটঃ আপনার করা ডিজাইন গুলো বিহান্স বা ড্রিবলে প্রটফলিও করে আপলোড করে রাখতে পারেন।

শেষ কথাঃ যদি উপরের সব কিছু ফলো করে টানা ৩/৪ মাস শিখতে পারেন তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে ক্যারিয়ার শুরু করতে পারবেন। তবে সবসময় সবার আগে কাজ শিখার চেষ্টা করবেন। ইনকামের চেষ্টা না করে নিয়ত করুন আমি এক মাস বা দুই মাস সময় নিয়ে ফটোশইওএর কাজ শিখবো। তাহলে দেখবে দ্রুত সফল হয়ে ইনকাম করতে পারবেন।

ধন্যবাদ কষ্ট করে এতো লম্বা আর্টিকেলটি পড়ার জন্য।