Header Ads Widget

Responsive Advertisement

ফটোশপ CS6 – কিভাবে ডাউনলোড ও ইন্সটল করবেন

ফটোশপ CS6 – কিভাবে ডাউনলোড ও ইন্সটল করবেন (লাইফটাইম ইউজ)
অ্যাডোবি ফটোশপ হলো একটি গ্রাফিক্স সম্পাদনাকারী বা ইমেজ এডিটিং সফটওয়্যার। সাধারণত সফটওয়্যারটি সবার কাছে শুধুমাত্র ফটোশপ নামেই বেশি পরিচিত। এই সফটওয়্যারটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যার এটি। “ফটোশপ সিএস ৬” হলো এই সফটওয়্যারটির ১৩ তম সংস্করণ। থমাস নল (Thomas Knoll) এবং জন নল (John Knoll) নামের দুই ভাই ১৯৮৭ সালে ফটোশপ তৈরির কাজ আরম্ভ করেন।