Camtasia Studio-9
কিভাবে ডাউনলোড ও ইন্সটল করবেন (লাইফটাইম ইউজ)
Camtasia Studio 9 হচ্ছে একটি স্ক্রিন রেকর্ডিং ও ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটি ডেভেলপ করেছে TechSmith নামে একটি আমেরিকান কোম্পানি।
কম্পিউটার এর স্ক্রিন রেকর্ড করে টিউটোরিয়াল বানানোর জন্য এটি একটি সেরা সফটওয়্যার। তাছাড়া এই সফটওয়্যার দিয়ে খুব সহজেই প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করা যায়। যদিও এটি এন্ট্রি লেভেলের সফটওয়্যার হিসেবে ধরা হয় বাট যারা ভিডিও এডিটিং শিখতে চায় তাদের প্রত্যেকের এই সফটওয়্যার দিয়েই হাতেখড়ি হয়। কারণ এটি একটি অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যার, আর যারা ইউটিউবের জন্য ভিডিও বানাতে বা এডিট করতে চান তাদের জন্য এটি এক কথায় অসাধারণ সফটওয়্যার !