যারা নতুন ইমেইল মার্কেটিং কাজ শিখছেন তাদের জন্য । সহজে ইমেইল কালেক্ট করার জন্য আপনারা নিচের টুল গুলো ইউজ করে দেখতে পারেন।
এটি একটি চমৎকার টুল ইমেইল কালেক্ট করার জন্য। আপনি ফ্রিতে 100 ওয়েব সাইটের ইমেইল কালেক্ট করতে পারবেন। এই সাইটে গিয়ে শুধু মাত্র ডোমেইন নেম দিয়ে সার্চ করে সেই ডোমেইনের আন্ডারে যতগুলো ইমেইল ক্রিয়েট করা হয়েছে সব গুলোর একটা লিস্ট পেয়ে যাবেন।
clearbit আরেকটি অসাধরণ টুল ইমেইল সংগ্রহ করার জন্য। এটাতে আপনি ফ্রিতে 100 ইমেইল কালেক্ট করতে পারবেন।
এটিও একটি ভালো টুল ইমেইল কালেক্ট করার জন্য। ফ্রিতে ইউজ করে দেখতে পারেন।
যে কোন লোকের যদির ওয়েব সাইট পেয়ে যান তাহলে তার নাম দিয়ে সম্ভাব্য ইমেইল ক্রিয়েট করতে পারবেন পারমুটার দিয়ে।
তার পর সম্ভাব্য ইমেইল গুলোকে চেক করার জন্য আপনার প্রয়োজন হবে রেপর্টিভ টুলটি। গুগোলের এই টুলটি ইন্সটল করতে পারবেন এখান থেকে:
সম্ভাব্য ইমেইল গুলোকে কপি করে জিমেইল এর কম্পোজ আপশানে ইমেইল এর জায়গায় পেস্ট করে দিন। তার পর একটা একটা ইমেইল এর উপর কয়েক সেকেন্ড করে মাউস পয়েন্টার হোবার করে রাখুন। যদি কারো লিংকেদিন প্রোফাইল পেয়ে যান তাহলে বুঝবেন সেটিই আপনার টার্গেটেড লোকের ইমেইল।
উপরের লাস্টের দুইটা টুলের কাজ আপনি একটি মাত্র টুল দিয়ে করে নিতে পারেন name2email.com এই টুলটি ইউজ করে। Google Chrome Extension ইন্সটল করে জিমেইল এর কম্পোজ আপশানে ইমেইল এর জায়গায় টার্গেটেড লোকের ফাস্ট নেম (স্পেস) লাস্ট নেম (স্পেস) @ডোমেইন নেম বসিয়ে দিলেই আপনি সম্ভাব্য ইমেইল পাবেন (Example: Brain Mark
@website.com) তার পর একটা একটা ইমেইল এর উপর কয়েক সেকেন্ড করে মাউস পয়েন্টার হোবার করে রাখুন। যদি কারো লিংকেদিন প্রোফাইল পেয়ে যান তাহলে বুঝবেন সেটিই আপনার টার্গেটেড লোকের ইমেইল।